॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশায় গতকাল ১৫ই ফেব্রুয়ারী ভোরের কাগজের রজত জয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্নাঢ্য র্যালী, আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানাযায়, বিকেল সাড়ে চারটায় পাংশা প্রেসক্লাব চত্বর থেকে বর্নাঢ্য র্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব চত্বরে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাব্রতী অধ্যাপক মুহম্মদ আবদুল ওয়াহাব ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল, রাজবাড়ী-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন মিয়া, সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম, পাংশা সরকারী কলেজের উপাধ্যক্ষ ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, পাংশা থানার অফিসার ইনচার্জ মোফাজ্জেল হোসেন ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তাগণ ভোরের কাগজের উত্তোরত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন। স্বাগত বক্তব্য রাখেন ভোরের কাগজ এর পাংশা উপজেলা প্রতিনিধি ও পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন। আলোচনা অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম রাসেল কবীর।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিত্ত রঞ্জন কুন্ডু, সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান গনী, অধ্যক্ষ এস,এম কায়কোবাদ, অধ্যাপক আবুল হোসেন মল্লিক, অধ্যাপক মোঃ সহিদুর রহমান, অধ্যাপক মোঃ আব্দুল খালেক, অধ্যাপক বিল্লাহ খান, ন্যাশনাল ব্যাংক পাংশা শাখার ব্যবস্থাপক মু. ইলিয়াস ইকবাল, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, দলিল লেখক ও ষ্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ রকিবুল ইসলাম শামীম, রাজবাড়ী জেলা জাসদের সহ-সভাপতি সুশান্ত কুমার বিশ্বাস, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি, পাংশা পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ডিডিসি লিমিটেড এর কলিমহর প্রকল্পের কর্মকর্তা সুব্রত কুমার দে, মৌরাট ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ শওকত আলী সরদার, পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আ,ন,ম আমিনুল ইসলাম, পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা পরিচালনা কমিটির সদস্য ও কৃষক লীগ নেতা খোন্দকার মাহমুদুর রহমান মিনান, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মুহম্মদ ফিরোজ হায়দার, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী আসকার দানিয়েল সীপার, পাংশা শিল্পকলা একাডেমীর যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রাতুল কৃষ্ণ হাওলাদার, পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক দেবাশীষ ঘোষ, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রতিষ্ঠাকালীন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল কুমার মুদী, বাবুপাড়া ইউপি মেম্বার ও কাব্যপারের সেতু গ্রন্থের লেখক মোঃ আবুল হাশেম, পাংশার ইতিহাস গ্রন্থের লেখক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, নাট্যকর্মী ও লেখক এবাদত আলী শেখ, কবি মোল্লা মাজেদ, পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান মাসুদ ও এম.এ জিন্নাহ, ড. কাজী মোতাহার হোসেন কলেজের সহকারী অধ্যাপক এম.এ রশীদ, মাশরুম কেন্দ্রের পরিচালক কে.এম ফজলুল হক, বাগদুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফজলুল হক, লেখিকা খোন্দকার সুমী, পাংশা পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র রাশিদা ইয়াসমীন, পাংশা উপজেলা মহিলা পরিষদের সভাপতি শাহিদা রহমান, সাধারণ সম্পাদক দিল রওশন আরা কাকলী, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেহেনা পারভীন, পাংশা সাব রেজিস্ট্রি অফিসের প্রধান সহকারী অসিত কুমার বিশ্বাস, ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা কাশফল এর সম্পাদক নয়ন কুমার সাহা, পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মীয় সম্পাদক মোঃ নাদের হোসেন বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোক্তার হোসেন ও মোঃ ইন্তাজ আলী, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
শেষে বাংলাদেশ বেতারের কণ্ঠ শিল্পী ও স্থানীয় শিল্পবৃন্দের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাসুদ রেজা শিশির।