॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২১শে জানুয়ারী সকালে উপজেলা পরিষদের হলরুমে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজ, নলিয়া শ্যামামোহন ইনস্টিটিউট ও জঙ্গল সম্মিলনী আদর্শ উচ্চ বিদ্যালয়সহ ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে প্রতিযোগিতায় মডারেটর হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিয়াদ হোসেন, সহকারী প্রোগ্রামার (ব্যানবেইস) রেজওয়ানুল হক, জাইকার প্রতিনিধি মোঃ রাশেদুজ্জামান প্রমুখ। প্রতিযোগিতায় বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
বালিয়াকান্দিতে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
