॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী ২০১৮-২০১৯ অর্ধ বছরে তার স্বেচ্ছাধীন তহবিল হতে রাজবাড়ী সদর উপজেলার ১৯৬ জন দুঃস্থ মানুষের মধ্যে ৫ লক্ষ ৮৮ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন।
এ উপলক্ষে গতকাল ২০শে জানুয়ারী বেলা ১২টায় রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বক্তব্য রাখেন।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেকের সভাপতিত্বে সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান বক্তব্য রাখেন। এ সময় ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আহম্মেদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনূর আক্তার বিউটি, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সানজিদা শাহনাজসহ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রাজবাড়ীতে স্বেচ্ছাধীন তহবিল থেকে ১৯৬ জনকে অনুদানের চেক বিতরণ দিলেন এমপি
