Site icon দৈনিক মাতৃকণ্ঠ

খানগঞ্জের ইটভাটায় জরিমানা

রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের পাড়াবেলগাছির মেসার্স টি.এফ ব্রিকস ফিল্ড নামক ইটভাটায় গতকাল ২০শে জানুয়ারী রাজবাড়ী কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। অভিযানকালে লাইসেন্স না থাকায় এবং এবং জ্বালানী হিসেবে কাঠ পোড়ানোর দায়ে ভাটা মালিককে ১লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের পরিদর্শক আবু সাইদ উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।