Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দি উপজেলা শ্রমিক লীগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা শ্রমিক লীগের আয়োজনে গতকাল ১৯শে জানুয়ারী বিকালে বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকিরের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক নিবাস কুমার মজুমদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ও উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান আঃ মালেক খান, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবু তারেক বাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র বিশ^াস, নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মিরাজ মাস্টার ও নবাবপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আবু জাফর মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবু তারেক বাবলুকে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার দাবী জানান। বালিয়াকান্দি উপজেলা ও ৭টি ইউনিয়নের শ্রমিক লীগের নেতাকর্মীগণ এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।