॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ বর্তমানে যুব সমাজের কাছে জনপ্রিয় ইউটিউব চ্যানেলের মডেল ও সিঙ্গার হিসেবে প্রিয় মুখ এস.এ নিশান হোসাইন। বর্তমানে গান আর অভিনয় নিয়ে সরব রয়েছেন তিনি।
সম্প্রতি তিনি কয়েকটি ইউটিউব চ্যানেলে শো করেছেন। এসব শো’র মাধ্যমে বেশ ভালো সাড়াও পেয়েছেন দর্শকদের নিকট থেকে। সামনে বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে তার ডাক পড়েছে। এর বাইরে স্টেজ শো’তেও পারফর্ম করছেন তিনি। তাকে নিয়ে উদীয়মান শর্ট ফিল্ম নির্মাতা আপন ফারহানের ‘প্রেমের ভুবনে তুমি’ নির্মিত হচ্ছে।
এস. এ নিশান হোসাইনের জন্ম রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাড়াদী গ্রামে। তার বাবার নাম হেলাল আহম্মদ এবং মাতার নাম মেনুকা বেগম। শৈশব থেকেই মিউজিকের প্রতি তার প্রচন্ড আবেগ। পড়াশোনার ফাঁকে সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করে থাকতে পছন্দ এই শিল্পীর। সম্প্রতি তাকে নিয়ে নির্মিত মিউজিক ভিডিও ফেসবুক ও ইউটিউবে সম্প্রচারিত হওয়ার পর বেশ পরিচিতি পেয়েছে।
এস.এ নিশান বলেন, কোন বড় শো ছাড়া সামনে এগোনো সম্ভব নয়। আগামীতে সুযোগ হলে বড় কোন শো করবো। যা আমার শ্রোতা, দর্শক উপভোগ করবে। বর্তমানে নতুন কাজেও মনোযোগী হয়েছি। প্রতিবেশী দেশ ভারতের শিল্পী ও সুরকার নচিকেতা আমার খুব প্রিয়। আশা আছে সুযোগ হলে তার তত্ত্বাবধায়নে একটি একক অ্যালবাম করবো। তার করা ভিন্ন ধরনের গানগুলো আমার প্রাণ ছুঁয়ে যায়। নিশানের স্বপ্ন সে অনেক বড় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হবে। দেশের সাংস্কৃতিক ভূবনকে সমৃদ্ধ করবে। এ জন্য সে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছে।