Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গুড় বিক্রির আড়ালে ফেনসিডিলের ব্যবসা॥সোহেলসহ ২জন গ্রেফতার

॥স্টাফ রিপোর্টার॥ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যদের অভিযানে আজ ১৯শে জানুয়ারী সকালে গুড় বাজার ও বিনোদপুর কলেজ পাড়া থেকে ফেনসিডিলসহ ২জন গ্রেফতার হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খানের নেতৃত্বে পরিদর্শক ধনঞ্জয় চন্দ্র দেবনাথ ও উপ-পরিদর্শক মুহাম্মদ সাইদুর রহমানসহ পুলিশের একটি দল এই অভিযানে অংশগ্রহণ করে।
গ্রেফতারকৃতরা হলো ঃ রাজবাড়ী শহরের বিনোদপুর কলেজ পাড়ার মৃত খন্দকার আব্দুর রবের ছেলে ও গুড় বাজারের গুড় ব্যবসায়ী খন্দকার আব্দুল্লাহ আল মামুন সোহেল(৪৪) এবং বিনোদপুর কলেজ পাড়ার আব্বাস উদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া মৃত আব্দুল মালেকের ছেলে রেজাউল ইসলাম মানিক(৩৪)। তাদের মধ্যে গুড় ব্যবসায়ী সোহেলকে গুড় বাজারের নিজ দোকান থেকে ৬ বোতল ফেনসিডিলসহ এবং মানিককে কলেজ পাড়ার নিজ বাসা থেকে ৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দু’জনকে রাজবাড়ী থানায় সোপর্দ পূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত সোহেল ২০১৭ সালের ৯ই জুলাই বিকেলে ২৮বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হয়েছিল। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যরা তার গুড়ের দোকানে অভিযান চালিয়ে লোহার সিন্দুকের মধ্য থেকে ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার ও তাকে গ্রেফতার করে।
মাদক ব্যবসার কারণে ওই সময়ে সোহেলকে রাজবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিস্কার করা হয় বলে জানা যায়।
পরবর্তীতে জামিনে জেল থেকে ছাড়া পাওয়ার পর সে আবারও গুড় ব্যবসার আড়ালে ফেনসিডিলের ব্যবসা করে আসছিল।