Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দির জামালপুর ২শতাধিক আদিবাসীর মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারের কম্বল বিতরণ

॥দেবাশীষ বিশ্বাস/তনু সিকদার॥ রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী গতকাল ১৮ই জানুয়ারী সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদে স্থানীয় আদিবাসীদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে প্রাপ্ত কম্বল বিতরণ করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আলমগীর হুসাইন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, জেলা প্রশাসনের এনডিসি মোঃ তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার(ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা) মোহম্মদ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার মোঃ হাবিবুল্লাহ, বালিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ইউপি সদস্য রফিক শেখ, আবুল কালাম আজাদ, শহিদুল ইসলাম, ইউপি সচিব বিধান কুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জামালপুরের আদিবাসী পরিবারগুলোর ২শতাধিক নারী-পুরুষের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণের পূর্বে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, আদিবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর সুদৃষ্টি রয়েছে। আপনাদের সন্তানদের স্কুলে পাঠাবেন, লেখাপড়া শেখাবেন। সরকার সবসময় আপনাদের পাশে আছে। আপনাদের জন্য সরকারী কোটা রয়েছে। সুশিক্ষায় শিক্ষিত হলে সেই কোটায় আপনাদের সন্তানরা ভালো চাকরী পাবে।
অনুষ্ঠানে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার আদিবাসী পল্লীতে বিদ্যুৎ না থাকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জেলা প্রশাসক মোঃ শওকত আলী তাৎক্ষণিক ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলামের সাথে ফোনে কথা বলেন এবং আগামী এক মাসের মধ্যে সেখানে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন।