Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদর উপজেলা চরনারায়নপুরে পূর্ব বিরোধের জেরে ছাত্রলীগ নেতার ভাইকে কুপিয়ে জখম

॥স্টাফ রিপোর্টার॥ পূর্ব বিরোধের জেরে রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদের ভাই সজিব খান (২১)কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
গতকাল ১৭ই জানুয়ারী বিকেলে মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় সজিবকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে চরনারায়নপুর গ্রামের আঃ মালেক খানের ছেলে।
সজিব খান জানায়, বিকেলে অটোবাইকে করে বাড়ী থেকে সে রাজবাড়ী বাজারে আসছিল। পথিমধ্যে চরনারায়নপুর চৌরাস্তায় এলে দুর্বৃত্তরা অটোর গতিরোধ করে তাকে নিচে নামিয়ে তার মাথায় কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুল সালেহীন অপু জানান, ঘটনায় জড়িত দুর্বৃত্তরা একাধিক মামলার আসামী। চরমপন্থী দলের সাথে তাদের কানেকশন থাকায় এলাকায় তারা সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়ায়।