॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার আলোচিত রিপন হত্যা মামলার আসামী তমছের সরদার (৪৫)কে ২০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।
রাজবাড়ী ডিবি’র ওসি মোঃ কামাল হোসেন ভুঁইয়া জানান, গত ১৪ই জানুয়ারী রাত সাড়ে ৯টার দিকে তার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল দৌলতদিয়া পতিতাপল্লীতে অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবাসহ তমছেরকে গ্রেফতার করে। সে দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়ার ওসমান সরদারের ছেলে এবং রিপন হত্যা মামলাসহ মাদকের একাধিক মামলার আসামী।
উল্লেখ্য, সন্ত্রাসী হামলায় নিহত রিপন মন্ডল দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহন মন্ডলের ছেলে এবং গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডলের ভাতিজা।
দৌলতদিয়ার রিপন হত্যা মামলার আসামী তমছের ইয়াবাসহ গ্রেপ্তার
