Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে এডভোকেসী ও কর্মপরিকল্পনা সভা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আনজুয়ারা সুমী।
সভায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার খোন্দকার সফিকুল ইসলাম, পাংশা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) কাজী জিল্লুর রহমান মোস্তফা, কসবামাজাইল ইউপির চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন ও ব্র্যাকের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা আহসানুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মোঃ তৈয়বুর রহমান। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপনা করেন ডাঃ নিপা নন্দী।
এডভোকেসী সভায় জানানো হয়, আগামী ১৯শে জানুয়ারী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) পালনে মোট ২৬৫ কেন্দ্রে ৫৩০ জন স্বেচ্ছাসেবী কর্মী দায়িত্ব পালন করবে। এছাড়া ৩৩ জন ১ম সারীর সুপারভাইজার ও ১০জন ২য় সারীর সুপারভাইজার কর্মসূচি মনিটরিং করবে। ৬-১১ মাস বয়সী প্রায় দুই হাজার ৯১৬ জন শিশুকে প্রত্যেকের ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী প্রায় তেইশ হাজার ৩২৮ জন শিশুকে প্রত্যেকের ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে স্ব-স্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভাবে কাজ করার গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে ডাঃ আনজুয়ারা সুমী বলেন, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। তিনি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শান্তিপূর্ণ পরিবেশে পালনে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।