॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের পুলিশ লাইন্স নতুন বাজারের পৌর মার্কেট প্রাঙ্গণে গতকাল ১৫ই জানুয়ারী দুপুরে সামাজিক সংগঠন ‘আলোর দিশা’র পরিচিতি সভা ও কম্বল বিতরণ করা হয়।
আলোর দিশা’র সভাপতি সাগর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে রাজবাড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মিজানুর রহমান মিজান, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোক্তার হোসেন মোল্লা, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সমশের আলী শেখ ও ক্যাবল ব্যবসায়ী আব্দুল কাদের মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন আলোর দিশা’র সাধারণ সম্পাদক মাসুদ রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক এবাদত হোসেন শুভ বিশ্বাস।
এ সময় সংগঠনের সাংগঠনিক সম্পাদ আর.এস রাজাসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় ১শত দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ এবং একজনকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
রাজবাড়ীর পুলিশ লাইন্স নতুন বাজারে আলোর দিশা’র পরিচিতি সভা ও কম্বল বিতরণ
