Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশন ও বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

॥আন্তর্জাতিক ডেস্ক॥ বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুর ও সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির যৌথ উদ্যোগে গত ১৩ই জানুয়ারী স্থানীয় ঔুঁরহম ঝবপড়হফধৎু ঝপযড়ড়ষ-এর ইনডোর স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০১৯”।
বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব দল, সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশসহ অনান্য কম্যুনিটিসদস্যদের নিয়ে গঠিত মোট ২৭টি দলের ৫৪ জন খেলোয়াড় টুর্ণামেন্টটিতে অংশগ্রহণ করে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় উল্লেখযোগ্য সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে নিজ নিজ দলকে সমর্থন জানানোর পাশাপাশি পরো টুর্ণামেন্টটি উপভোগ করেন।
সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান প্রতিযোগিতার উদ্বোধন এবং টুর্ণামেন্ট শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন। হাইকমিশনার তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, হাইকমিশন এবং কম্যুনিটির মধ্যকার মেলবন্ধন জোরদার করতে হাইকমিশন বিভিন্ন সাংস্কৃতিকও সৃষ্টিধর্মী কর্মসূচীর আয়োজন করছে। প্রতিটি আয়োজনেই কম্যুনিটির স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ এ মেলবন্ধন কে আরও সুদৃঢ় করছে। খেলাধুলার মত সুকুমার বৃত্তির চর্চা প্রবাসে বাংলাদেশীদের ইমেজ বৃদ্ধিতে ধনাতœক ভূমিকা রাখবে। এই টুর্ণামেন্ট আয়োজনে সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান। এ ধরণের আরও টুর্ণামেন্ট আয়োজন এবং প্রবাসী বান্ধব সামাজিক-সাংস্কৃতিক কর্মসূচী পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে উদ্দীপক হিসেবে কাজ করবে মর্মে দর্শকরা অভিমত প্রকাশ করেন।