Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজ্জাক জুট মিলের সাথে ইট ভাটার বিরোধ মিটিয়ে দিলেন সংসদ সদস্য

॥রঘুনন্দন সিকদার॥ ফরিদপুরের মধুখালীর রাজ্জাক জুট মিলের সাথে রাজবাড়ী জেলার বালিয়াকান্দির জামালপুরের রনি ব্রিকসের বিরোধ মিটিয়ে দিলেন সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম।
গতকাল ১৩ই জানুয়ারী বিকালে তিনি বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারী বাসভবনে দু’পক্ষকে ডেকে বিরোধ মিটিয়ে দেন।
এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম সুফি, রাজ্জাক জুট মিলের মালিক বাশার খান, রনি ব্রিকসের মালিক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম ফরিদ হোসেন বাবু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সাম্পদক হারুন অর রশিদ হারুন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌্যান রেজাউল করিম এবং জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ^াসসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ই জানুয়ারী দুপুরে মধুখালীর নওপাড়া এলাকা থেকে ভেকু দিয়ে কেটে মাটি আনার পথে রনি ব্রিকসের মাটিটানা ট্রলির শ্রমিকদের সঙ্গে রাজ্জাক জুট মিলে শ্রমিকবাহী গাড়ীর শ্রমিকদের ঝামেলা হয়। এর জেরে রাজ্জাক জুট মিলের লোকজন রনি ব্রিকসের মাটিটানা ট্রলি আটকে দিলে রনি ব্রিকসের লোকজন রাজ্জাক জুট মিলের শ্রমিকটানা গাড়ী আটকে দেয়। পরবর্তীতে শ্রমিকদের কথা ভেবে রনি ব্রিকসের মালিক ফরিদ হোসেন বাবুর হস্তক্ষেপে গাড়ীগুলো ছেড়ে দেয়া হয়। গতকাল ১৩ই জানুয়ারী সকালে রাজ্জাক জুট মিলের শ্রমিকরা কাজে যোগ দিতে মিলে গেলে মিল কর্তৃপক্ষ প্রকাশ করে তারা বালিয়াকান্দির কোন শ্রমিককে কাজে নিবে না। তখন শ্রমিকরা জামালপুর শহীদ মিনারে গিয়ে বিক্ষোভ করতে থাকে। এতে একপর্যায়ে দু’পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের আশংকা দেখা দেয়। তখন জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার ও বালিয়াকান্দি থানার পুলিশ সেখানে গিয়ে বিক্ষোভকারী শ্রমিকদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি জানতে পেরে এমপি মোঃ জিল্লুল হাকিম উদ্যোগী হয়ে দু’পক্ষকে ডেকে বিরোধ মিটিয়ে দেন।