Site icon দৈনিক মাতৃকণ্ঠ

যশাই থেকে অপহরণের ২২ঘন্টার মধ্যে শিশু ছাব্বির উদ্ধার॥জড়িত ৪জন গ্রেপ্তার

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউপির কাঞ্চনপুর গ্রাম থেকে ৫ম শ্রেণির ছাত্র ছাব্বির (১২)কে অপহরণের ২২ঘন্টার মধ্যে স্থানীয় জনতার সহযোগিতায় বাহাদুরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে উদ্ধার করাসহ ঘটনার সাথে জড়িত ৪জনকে আটক করেছে। ছাব্বির কাঞ্চনপুর গ্রামের আকমল মোল্লার ছেলে।
জানা যায়, গত ১১ই জানুয়ারী সন্ধ্যায় চপ খাওয়ার কথা বলে কাঞ্চনপুর গ্রামের এবো মোল্লার ছেলে নাজির(১৪) ছাব্বিরকে বাড়ী থেকে ডেকে নিয়ে ব্যাটারী চালিত ভ্যানযোগে বাহাদুরপুর ইউপির পাটিকাবাড়ী বাজারে নিয়ে যায়। সেখানে নাজিরের সাথে কাঞ্চনপুর গ্রামের মান্নান প্রামানিকের ছেলে মামুন(১৭), একই গ্রামের লিয়াকত প্রামানিকের ছেলে শাকিল(১৮) ও বাহাদুরপুর ইউপির বিল গজারিয়া গ্রামের জাফর খানের ছেলে সেলিম যোগ দেয়। সেলিম, মামুন, শাকিল ও নাজির মিলে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে ছাব্বিরকে অহরণ করে বাহাদুরপুর পদ্মা নদীর ঘাট পার করে পদ্মা নদীর চরে আটকিয়ে রাখে। গতকাল শনিবার বিকেলে পদ্মা নদীর চর থেকে বের হয়ে খোকসার উথলি গ্রামে যাওয়ার পথে বাহাদুরপুর ইউপির মেঘনা-খামারপাড়া বাজারের কাছে রাস্তায় স্থানীয় জনতার সহযোগিতায় বাহাদুরপুর তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মোঃ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অপহৃত ছাব্বিরকে উদ্ধার করাসহ ঘটনার সাথে জড়িত সেলিম, মামুন, নাজির ও শাকিলকে আটক করে।
বাহাদুরপুর তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মোঃ সাজেদুল ইসলাম ঘটনার বিষয়ে তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার বিকেল ৪টার দিকে বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিলসহ স্থানীয় জনতার সহযোগিতায় ভিকটিম ছাব্বিরকে উদ্ধার করাসহ অপহরণ ঘটনার সাথে জড়িত সেলিম, মামুন, নাজির ও শাকিলকে গ্রেফতার করা হয়েছে।