॥মোখলেছুর রহমান॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মকসেদ আলী মন্ডলের ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গতকাল ১১ই জানুয়ারী বিকালে মেধা চয়ন একাডেমী প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোন্দকার আনিছুল হক বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সংসদ সদস্য জিল্লুল হাকিমের সহধর্মিনী মিসেস সাঈদা হাকিম, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ শফিকুল আজম মামুন, মরহুম মকসেদ আলী মন্ডলের কন্যা রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক মাস্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক তন্ময় চক্রবর্তী শম্ভু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা ও দেওয়ান আরাফাত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ আজিজুল ইসলাম শাহ্ আজিজ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম তাকে নির্বাচিত করায় সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রিয় বন্ধু মরহুম মকসেদ আলী মন্ডলের সঙ্গে আমার গভীর সম্পর্ক ছিল। সে একজন সৎ ও সাহসী মানুষ ছিল। দোয়া করি সে যেন পরকালে সুখে থাকে।
সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম আগামী ৫বছরে এলাকার উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভার শেষে মরহুম মকসেদ আলী মন্ডলের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কালুখালীর প্রয়াত আওয়ামীলীগ নেতা মকসেদ মন্ডলের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
