Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সাতক্ষীরায় সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে রাজবাড়ীর পুত্রবধু নূরজাহান তৎপর!

॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন সাতক্ষীরা(৩১২ আসন) থেকে সংসদ সদস্যের জন্য মনোনয়ন চাইবেন সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরের স্ত্রী চৌধুরী নূরজাহান মঞ্জুর। চৌধুরী মঞ্জুরুল কবির বর্তমানে ঢাকায় র‌্যাব-৪ এর পরিচালক। তার আগে তিনি অতিরিক্ত ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ইতিমধ্যে চৌধুরী নূরজাহান মঞ্জুর নিজের প্রার্থীতা ঘোষণা করে প্রচার-প্রচারণায় নেমেছেন। গণসংযোগ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে গণসংযোগ করে চলেছেন। ভক্ত-সমর্থকরাও তাকে মহিলা এমপি হিসেবে দেখতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচারণা চালাচ্ছেন। সাধারণ মানুষও তাকে সমর্থন জানিয়ে বলছেন, তিনি এমপি হলে সাতক্ষীরাবাসীর জন্য কাজ করতে পারবেন। সাধারণ মানুষ উপকৃত হবে। ২০১৩ সালের উত্তাল সময়ে সাতক্ষীরার তৎকালীন পুলিশ সুপার হিসেবে চৌধুরী মঞ্জুরুল কবিরের ভূমিকা আজও মানুষের মুখে মুখে। সাতক্ষীরাবাসীর প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণেই তার সহধর্মিনী চৌধুরী নূরজাহান মঞ্জুরকে জনগণ সংরক্ষিত মহিলা এমপি দেখতে চাচ্ছে।
চৌধুরী নূরজাহান মঞ্জুর বলেন, স্বামীর পুলিশের চাকুরীর কারণে জীবনে বিভিন্ন স্থানে কাটিয়েছি। তবে ২০১৩ সালের শেষের দিকে তিনি সাতক্ষীরায় যোগদানের পর সেখানকার মানুষের ভালোবাসা সবচেয়ে বেশী পেয়েছি। অশান্ত সাতক্ষীরায় তখন কোন পুলিশ সুপার বেশী দিন থাকতে পারেননি। সেই সময় স্বামীর সঙ্গে পরিবারের সকলকে নিয়েই থেকেছি। সাতক্ষীরার মানুষ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সে জন্য একযোগে কাজ করেছি।। জীবনের বাকি দিনগুলোও সাতক্ষীরাতেই কাটাবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। সকলকে সাথে নিয়ে সাতক্ষীরার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়ন ও জীবন-মানের উন্নয়নে কাজ করবো। সাতক্ষীরা আমাদের দ্বিতীয় জন্মস্থান। স্বামীর সঙ্গে আলোচনা করেই সাতক্ষীরার সংরক্ষিত আসনের মনোনয়ন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনিও সাতক্ষীরার মানুষের জন্য কাজ করতে আগ্রহী।
উল্লেখ্য, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামে জন্মগ্রহণকারী চৌধুরী মঞ্জুরুল কবির প্রয়াত প্রধান শিক্ষক চৌধুরী মোজাম্মেল হোসেন ও রতœাগর্ভা মিসেস শাহানা চৌধুরীর বড় পুত্র।
এ ব্যাপারে সাতক্ষীরার চৌধুরী মঞ্জুরুল কবির বলেন, সাতক্ষীরা ছেড়ে আসার পর সাতক্ষীরার মানুষ বিভিন্ন সময় তাদের জন্য কাজ করার অনুরোধ করেছেন। একটা প্লাটফর্ম না হলে কাজ করার সুযোগ সৃষ্টি হয় না। সাতক্ষীরার মানুষও চায় আমার স্ত্রী তাদের জন্য কাজ করুক। সেও আগ্রহী। তাই তাকে সাতক্ষীরার সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নের ব্যাপারে সম্মতি দিয়েছি। আশা করছি পূর্বের ন্যায় সকলের সহযোগিতা পাব।