Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় রেলস্টেশনে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা রেলওয়ে স্টেশনে গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন পাংশা পৌরসভার মেয়র ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আল মাসুদ বিশ্বাস।
জানা যায়, গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে পাংশা পৌরসভার মেয়র মাসুদ বিশ্বাস রেলওয়ে স্টেশনে গিয়ে দেখতে পান সেখানে শীতার্ত নারী-পুরুষ ছিন্নমূল কয়েকজন শুয়ে আছে। তাৎক্ষণিকভাবে তাদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। শীতার্ত ছিন্নমূল নারী-পুরুষ লোকেরা কম্বল পেয়ে খুশি হয়।