॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ী জেলার পাংশায় পুলিশ কর্মকর্তাসহ ৩জনের ৩টি দামী মোটর সাইকেল গত ৭ই জানুয়ারী গভীর রাতে চুরি হয়েছে।
পাংশা শহরের পাংশা-কালুখালী সড়কের কৃষি ফার্মের পাশে ৪তলা বিশিষ্ট ভবনের গ্যারেজ থেকে ৮টি মোটর সাইকেলের মধ্যে ৩টি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্তরা হলেন ঃ ওই ভবনের একটি ফ্লাটের মালিক ওবায়দুল হক টিপু, ওই বাসার ভাড়াটিয়া মেডিকেল রিপ্রেজেন্টেটিভ শামীম বিশ্বাস ও পাংশা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) কাজী জিল্লুর রহমান।
জানা গেছে, ওবায়দুল হক টিপুর ডিসকভার মোটর সাইকেল, পাংশা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) কাজী জিল্লুর রহমানের পালসার ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ শামীম বিশ্বাসের ডিসকভার মোটর সাইকেল চুরি হয়।
পাংশার স্থানীয় ৪জনে মিলে ৪তলা বিশিষ্ট ওই ভবন নির্মাণ করে নিজেরাসহ কয়েকজন ভাড়াটিয়া ওই ভবনে বসবাস করেন। পাংশা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী জিল্লুর রহমানও ওই বাসায় সপরিবারে থাকেন। ওই বাসার টিনশেড গ্যারেজে থানার ইন্সপেক্টর(তদন্ত) কাজী জিল্লুর রহমান, বাড়ীর একটি ফ্লাটের মালিক ওবায়দুল হক টিপু(টিপু ভেন্ডার) ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ শামীম বিশ্বাসের মোটর সাইকেলসহ মোট ৮টি মোটর সাইকেল ছিল। এর মধ্যে গত ৭ই জানুয়ারী গভীর রাতে তাদের ৩টি মোটর সাইকেল চুরি হয়।
সংঘবদ্ধ চোরদল বাড়ীর একটি ছোট বাউন্ডারী ওয়ালের তারকাটা বেড়া কেটে ভিতরে ঢুকে বাড়ীর মূল ঠেলাগেটের ভিতরের ১টি তালা কেটে গ্যারেজ থেকে ৩টি মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। বাড়ীর কেয়ারটেকার আবুল কাশেম ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে ছোট ওই বাউন্ডারী ওয়ালের তারকাটার বেড়া ও ঠেলাগেটের তালা কাটা অবস্থায় দেখে বাড়ীর মালিকদের বিষয়টি জানায়।
খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধারে পুলিশী তৎপরতা চলছে। এদিকে স্থানীয়দের মধ্যে ৩টি মোটর সাইকেল চুরির নেপথ্য নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
এ ব্যাপারে পাংশা থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চুরি হওয়া মোটর সাইকেলগুলো উদ্ধার ও জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।