Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় ৩দিনের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ৬ই জানুয়ারী ৩দিন ব্যাপী ৪৮তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
বিকেল ৪টার দিকে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিদা আহম্মেদ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার।
অনুষ্ঠানে পাংশা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) কাজী জিল্লুর রহমান, পাংশা সিদ্দিকীয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল ইসলাম. শিক্ষা কল্যান ট্রাস্টের সাধারণ সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক সামসুল আলম, মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক সফুরা বেগম, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক শান্তনা দাস, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন, হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার সাহা, যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আবু হোসেন খান ও কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধানশিক্ষক মুহাম্মদ শাহাদত আলীসহ উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৩৭টি স্কুল ও ২৫টি মাদরাসার প্রধান ও ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০জন করে শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ীরা জেলা পর্যায়ে ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানে অতিথিবৃন্দকে উপহার প্রদান ও প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন কাজী আব্দুল মাজেদ একাডেমীর সহকারী শিক্ষক ফিরোজ হোসেন।
এদিকে, ৪৮তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় চত্বর শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয়।