॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ৩রা জানুয়ারী দুপুরে ফরিদপুরের কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড়ের উপজেলা মসজিদ মার্কেটের সামনে থেকে ৫হাজার কেজি নিষিদ্ধ পলিথিনসহ ৩জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারতরা হলো ঃ মাদারীপুরের কালকিনি থানাধীন আলীপুর গ্রামের তাহের কাজীর ছেলে জাহাঙ্গীর কাজী(২৫), ফরিদপুরের মধুখালী থানাধীন মাইজকান্দি গ্রামের মৃত বাকা শেখের ছেলে কামরুল শেখ(৩৫) এবং ফরিদপুরের কোতয়ালী থানাধীন বারভাগিয়া গ্রামের লতিফ শেখের তারেকুল শেখ(৩০)। পরে তাদেরকে ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাফিজুর রহমান এবং রিফাত আরা মৌরি’র নিকট হাজির করা হলে তারা ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় জাহাঙ্গীর কাজীকে ৬মাসের এবং কামরুল শেখ ও তারেকুল শেখকে ১০ দিনের কারাদন্ড প্রদান করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আবু সাঈদ উপস্থিত ছিলেন। জব্দকৃত পলিথিন নিয়ম অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।