Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাষ্ট্রপতিকে রাজবাড়ী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিল্লুল হাকিমের ফুলেল শুভেচ্ছা

বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের সাথে গত ২রা জানুয়ারী সন্ধ্যার পর সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজবাড়ী-২ আসন থেকে ৪র্থ বারেরমত নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। এ সময় রাষ্ট্রপতি নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের প্রশংসা করাসহ তার সাফল্য কামনা করেন। সাক্ষাৎকালে সংসদ সদস্যর সাথে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।