॥স্টাফ রিপোর্টার॥ পিকেএসএফের সহযোগিতায় এনজিও কেকেএসের সমৃদ্ধি কর্মসূচীর আয়োজনে গত ২রা জানুয়ারী রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
সকালে খানখানাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের যুব সদস্য, সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষক ও স্বাস্থ্য পরিদর্শকসহ অন্যান্যদের অংশগ্রহণে বের করা হয় র্যালী। র্যালীটি খানখানাপুর রেলস্টেশন চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এছাড়াও দিবসটি পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিক পরীক্ষার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন কেকেএস’র সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী মোঃ মোজাফফর হোসেন।
কেকেএস’র সমৃদ্ধি কর্মসূচীর আয়োজনে খানখানাপুরে সমাজসেবা দিবস পালিত
