Site icon দৈনিক মাতৃকণ্ঠ

আওয়ামী লীগ নেতা কাজী শান্তনুর উদ্যোগে নির্বাচন পরবর্তী মিলন মেলা অনুষ্ঠিত

॥রবিউল ইসলাম মজনু॥ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন শান্তনুর উদ্যোগে গতকাল ২রা জানুয়ারী সন্ধ্যায় শহরের ক্যানটন চাইনিজ রেস্টুরেন্টে নির্বাচন পরবর্তী মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কাজী রাকিবুল হোসেন শান্তনু বলেন, একটি দলের নেতার মূল্য তখনই হয় যখন তার কর্মী থাকে বা সেই নেতা তার কর্মীদের খোঁজ রাখেন। সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। এই নির্বাচনে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা কঠোর পরিশ্রম করেছে। তাদের সেই পরিশ্রম সার্থক হয়েছে। বিপুল ভোটে নৌকার প্রার্থী আলহাজ্ব কাজী কেরামত আলী পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক ছাত্রলীগ নেতা ও রাজবাড়ী পৌরসভার কাউন্সিলর আলমগীর শেখ তিতু, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ আশরাফুল হাসান আশা, যুবলীগ নেতা মঈনুল ইসলাম মঈন, আবু হাসান, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ প্রমুখ বক্তব্য রাখেন।