Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

॥স্টাফ রিপোর্টার॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ও রাজবাড়ী জেলা নির্বাচন অফিসের আয়োজনে গতকাল ২৭শে ডিসেম্বর পুলিশ লাইন্সের ড্রিলশেডে আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ শওকত আলীর সভাপতিত্বে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা, বিজিবি সদর দপ্তরের লেঃ কর্নেল মোহাম্মদ একলিম আবেদীন এবং জেলা নির্বাচন অফিসার মোঃ হাবিবুর রহমান বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম এবং সহকারী পুলিশ সুপার লাবিব আব্দুল্ললাহ্সহ নির্বাচনকালীন সময়েই নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিসহ অন্যান্য বক্তাগণ নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলোর উপর অর্পিত দায়িত্ব পালনে নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী দিক-নির্দেশনা প্রদান করেন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনসহ যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান।