॥মোক্তার হোসেন॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিমের নৌকা প্রতীকে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের পথসভা, কর্মীসভা, উঠান বৈঠক এবং ঢাক-ঢোল পিটেয়ে শোভাযাত্রা-মিছিল করাসহ নির্বাচনী প্রচার-প্রচারণার ফলে এবারে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে অভিমত উঠেছে।
জানা গেছে, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনসমূহের প্রচার-প্রচারণা, এলাকায় আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিমের উন্নয়ন কর্মকান্ড এবং তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে তার প্রতি মানুষের আস্থার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম নিজেও সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় নির্বাচনী সভা করে শেখ হাসিনার নেতৃত্বে সরকারে উন্নয়নমূলক কর্মকান্ড ও জনকল্যাণমূলক কর্মসচি জনসাধারণের মাঝে তুলে ধরছেন। শেখ হাসিনার নতৃত্বে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে অনুপ্রাণিত হয়ে বিএনপি থেকে অনেকেই আওয়ামী লীগে যোগদান করছেন। এ আসনের ভোটাররা অনেকাংশে নৌকার কর্মীয় হয়ে কাজ করছেন। স্থানীয় মুক্তিযোদ্ধা, জাসদ নেতৃবৃন্দ, জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নৌকার সমর্থন করে প্রচার-প্রচারণায় নেমেছেন। আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের লক্ষাধিক ভোটের ব্যবধানে নৌকা জয়যুক্ত করার প্রচার-প্রচারণায় রাজনৈতিক মহলের অভিজ্ঞ লোকজনের অভিমত হচ্ছে- এবারে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এতে করে ধানের শীষ ও লাঙ্গলের প্রার্থী অস্তিত্ব সংকটে পড়েছেন।