Site icon দৈনিক মাতৃকণ্ঠ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্বাধীনতার স্বপক্ষের শক্তির নৌকা প্রতীকে ভোট দিন—কাজী কেরামত আলী

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী-১ আসনের(সদর, গোয়ালন্দ) আওয়ামী লীগ প্রার্থী ও শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলীর বিশাল নির্বাচনী জনসভা গতকাল ২৭শে ডিসেম্বর বিকালে শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ শেখ আব্দুস সোবহানের সভাপতিত্বে জনসভায় আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী ইরাদত আলী, শিক্ষা প্রতিমন্ত্রীর সহধর্মিনী ও জেলা আওয়ামী লীগের সদস্য রেবেকা সুলতানা সাজু, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডঃ খোন্দকার হাবিবুর বাচ্চু, জেলা ওয়ার্কার্স সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, সাধারণ সম্পাদক এডঃ রেজাউল করিম রেজা, জেলা জাসদের(ইনু) সভাপতি আহমেদ নিজাম মন্টু, জেলা জাসদের(আম্বিয়া) আহ্বায়ক স্বপন কুমার দাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ উজির আলী শেখ, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নূরুল ইসলাম, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মোঃ নিজাম, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন সিকদার, জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খন্দকার সাইফুদ্দিন হাবিব, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী মীর মাহফুজা খাতুন মলি এবং জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব প্রমুখ বক্তব্য রাখেন।
জনসভায় আওয়ামী লীগের মনোনীত মহাজোট প্রার্থী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আজকে নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকসহ স্বাধীনতার স্বপক্ষের রাজবাড়ীবাসী উপস্থিত হয়েছেন। আমি বিশ্বাস করি আপনারা সবাই নৌকায় ভোট দিবেন। কারণ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নাই। তার ঐকান্তিক প্রচেষ্টায় গত দশ বছরে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে সেটা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। আবার মানবিক কারণে একটি দেশের নির্যাতিত নিপীড়িত জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে তিনি মানবতার নেত্রী হিসেবে বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছেন। এছাড়াও তিনি দেশের তৃণমূল পর্যায়ের সকল মানুষের ভাগ্যের উন্নয়ন করেছেন। আজকে বাংলাদেশের প্রতিটি বিবেক-বুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ বুঝতে পেরেছে এদেশের উন্নয়ন একমাত্র শেখ হাসিনার দ্বারাই সম্ভব। সেই কারণে রাজবাড়ীসহ দেশের প্রতিটি জায়গায় নৌকার জোয়ার এসেছে। সকলে নৌকায় ভোট দিতে চায়, যা আমি রাজবাড়ী-১ আসনের প্রতিটি উপজেলা-ইউনিয়ন ও গ্রামের সাধারণ মানুষের কাছে নৌকা প্রতীকে ভোট চাইতে গিয়ে বুঝতে পেরেছি।
তিনি আরো বরেণ, বাংলাদেশের সাধারণ মানুষের কাছে মিথ্যাবাদী ও ষড়যন্ত্রকারী দল হিসেবে পরিচিত বিএনপি স্বাধীনতা বিরোধী জামাতকে তাদের নিজেদের প্রতীকে নির্বাচনের সুযোগ দিয়ে আমাদের স্বাধীনতাকে অপমানিত করেছে। তারা সাধারণ মানুষের আস্থা হারিয়ে পরাজয় নিশ্চিত জেনে এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তারা যতই ষড়যন্ত্র করুক না কেন ৩০শে ডিসেম্বরের নির্বাচনে রাজবাড়ীসহ সারা দেশের মানুষ স্বাধীনতার পক্ষের শক্তি ও দেশের উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে। আমরা রাজবাড়ীবাসী সকলেই উন্নয়নে বিশ্বাসী। সেই উন্নয়নের ধারা অব্যাহত রেখে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ২য় পদ্মা সেতু নির্মাণসহ দেশের প্রতিটি গ্রামকে শহরে পরিণত করার জন্য রাজবাড়ীবাসী নৌকা প্রতীকে বিপুল ভোটে আমাকে বিজয়ী করবেন বলে আমি বিশ্বাস করি-যাতে রাজবাড়ী জেলার সকল সেক্টরে আরো উন্নয়ন করতে পারি।
আওয়ামী লীগ প্রার্থী কাজী কেরামত আলী তরুণ প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান তাদের জীবনের প্রথম ভোটটি নৌকায় দেওয়ার আহ্বানসহ দেশের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার স্বার্থে কাজের ক্ষেত্রে ভুলত্রুটি হয়ে থাকলে সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে স্বাধীনতার পক্ষের শক্তির নৌকা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী বলেন, রাজবাড়ীবাসীসহ সারা বাংলাদেশের মানুষের কাছে এখন সময় এসেছে স্বাধীনতার বিপক্ষের শক্তিকে আগামী ৩০ তারিখের নির্বাচনে পরাজিত করার। আমার সকলে আবারও নৌকায় ভোট দিয়ে প্রমাণ করব স্বাধীনতার স্বপক্ষের শক্তি ছাড়া এদেশে কারো স্থান নেই। দেশের উন্নয়নের জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নাই। রাজবাড়ীবাসীকে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী ইরাদত আলী বলেন, আগামী ৩০শে ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনই নির্ধারণ করবে আগামীতে কারা ক্ষমতায় আসবে। বর্তমানে দেশে উন্নয়নের যে ধারা অব্যাহত রয়েছে সেটাকে আরো এগিয়ে নিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নৌকা প্রতীকের কোন বিকল্প নাই। একমাত্র তিনিই পারবেন এদেশকে বিশ্বের বুকে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে। ইচ্ছা থাকলেই যে দেশের উন্নয়ন করা যায়, বঙ্গবন্ধু কন্যা গত ১০বছরে সেটা প্রমাণ করে দিয়েছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশকে উন্নত বিশ্বের মত করে গড়ে তোলাসহ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে আমাদের সবাইকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মনোনীত প্রার্থী কাজী কেরামত আলীকে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে হবে।
তিনি দলমত নির্বিশেষে রাজবাড়ীবাসীকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।
শিক্ষা প্রতিমন্ত্রীর সহধর্মিনী রেবেকা সুলতানা সাজু বলেন, আপনারা কাজী কেরামত আলীকে ইতিপূর্বে ৪বার আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আশা করি আপনারা পূর্বের ন্যায় রাজবাড়ীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রাথী আপনাদের সকলের প্রিয় মানুষ কাজী কেরামত আলীকে ভোট দিবেন। যাতে তিনি আগামী পাঁচ বছর রাজবাড়ীবাসীর জন্য সর্বোচ্চ চেষ্টা দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারেন।
এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ মহাজোটের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে রাজবাড়ীবাসীকে দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ৩০শে ডিসেম্বরের নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের শক্তির প্রতীক নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।