Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা উপজেলার ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

॥মোক্তার হোসেন॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ উপলক্ষে রাজবাড়ী জেলার পাংশা শিল্পকলা একাডেমীতে গতকাল সোমবার সকালে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় রাজবাড়ী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ শওকত আলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বিপিএম-সেবা, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান, পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল আলিম। জেলা প্রশাসক মোঃ শওকত আলী অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলভাবে কাজ করার গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় পাংশার এসিল্যান্ড সাদীয়া শাহনাজ খানম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ ও পাংশা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী জিল্লর রহমানসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থাপনা করেন সহকারী অধ্যাপক খোন্দকার হাফিজুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় পাংশা উপজেলার ৬৮টি ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারগণ অংশগ্রহণ করেন। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা ও পাংশা উপজেলা নির্বাচন অফিস এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।