শনিবার, ২৩ মার্চ ২০২৪, ০৯:৪০ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীর মিজানপুর ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী কাজী কেরামত আলীর নির্বাচনী জনসভা

  • আপডেট সময় সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গতকাল ২৩শে ডিসেম্বর বিকাল ৪টায় সূর্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে রাজবাড়ী-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, এমপির এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস ও মাদকমুক্ত দেশ গড়তে হলে নৌকা প্রতীককে জয়যুক্ত করতে হবে। আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে আরও অনেক উন্নয়ন হবে। আমরা মিথ্যা আশ্বাস দেই না, যা বলি তা করি। নারীর ক্ষমতায় করা হয়েছে। মুক্তিযোদ্ধা, বিধবা, বয়ষ্ক, প্রতিবন্ধীদের ভাতা, শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হচ্ছে। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যবই তুলে দেয়া হচ্ছে। কৃষি, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে। যেভাবে দেশের প্রবৃদ্ধি হচ্ছে তাতে কয়েক বছরের মধ্যেই আমরা উন্নত বিশ্বের কাতারে চলে যাব। আমাদের উন্নয়ন রোল মডেল হিসেবে বিশ্বে স্বীকৃতি পেয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। কৃষকরা চাহিদা অনুযায়ী স্বল্পমূল্যে সার পাচ্ছে। মানুষ শান্তিতে বসবাস করছে। এই উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখতে হলে নৌকা প্রতীকে জয়যুক্ত করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি-জামাতের রাজনীতি হচ্ছেই মিথ্যার রাজনীতি, সন্ত্রাসের-লুটপাটের রাজনীতি। খৈয়ম অনেক প্রতিশ্রুতি দিয়ে এমপি হওয়ার পর কিছুই করেনি। তাদের নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়ে এখন জেলে। তারেক জিয়া কারাদন্ড মাথায় নিয়ে লন্ডনে পালিয়ে আছে। লন্ডনে বসেই সে ষড়যন্ত্র করছে। আমরা আবার ক্ষমতায় এলে তাকে ধরে এনে সাজা কার্যকর করা হবে। অতীতের মত আসন্ন নির্বাচনেও জনগণ তাদেরকে প্রত্যাখান করবে।
মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ সালাম বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহম্মেদ টুকু’র পরিচালনায় জনসভায় অন্যান্যের মধ্যে জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, মিজানপুর ইউনিয়ন (পূর্বাঞ্চল) আওয়ামী লীগের সভাপতি এনায়েতুল হাসনাইন রওশন, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, রাজবাড়ী পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর শেখ তিতু, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আজম মন্ডল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতালেব খান, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পারুল বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, যুগ্ম-সম্পাদক এডঃ মোঃ রফিকুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, জেলা জাসদের(আম্বিয়া) আহ্বায়ক স্বপন কুমার দাস, শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যা ও এপিএস কানিজ ফাতেমা চৈতী, ওয়ার্কার্স পার্টির নেতা আরবান আলী, এডঃ রফিকুল ইসলাম (ভিপি রফিক), রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী রন্টু, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান তানিয়া সুলতানা কংকন, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক দুলাল মোল্লা, মিজানপুর ইউনিয়ন(মধ্যাঞ্চল) আওয়ামী লীগের সভাপতি নজর মওলা নজো, সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা দুলাল ফকির দুলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুবেল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুল সালেহীন অপু, সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান জয় প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজবাড়ী-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ২৩শে ডিসেম্বর দুপুরে আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাকর্মীদের নিয়ে মিজানপুর ইউনিয়নের চরনারায়ণপুর, চৌরাস্তা ব্রিজ, গঙ্গাপ্রসাদপুরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এবং কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!