Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বিগত ১০বছরের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন—কাজী কেরামত আলী

॥রফিকুল ইসলাম॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, এমপি গতকাল ২২শে ডিসেম্বর সন্ধ্যায় রাজবাড়ী শহরের মুরগীর ফার্ম বাসস্ট্যান্ড(পেট্রোল পাম্পের সামনে) এবং দক্ষিণ ভবাণীপুরে পৃথক ২টি নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।
মুরগীর ফার্ম বাসস্ট্যান্ডের সভায় পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর কোরবান আলী মন্ডলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, ডাঃ শেখ আঃ সোবহান, হেদায়েত আলী সোহরাব, জেলা জাতীয় পার্টির সভাপতি এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এডঃ রেজাউল করিম রেজা, পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ উজির আলী শেখ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিজান প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় আলহাজ্ব কাজী কেরামত আলী তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট ও শিক্ষা-ধর্মীয় প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। মুক্তিযোদ্ধা, বয়ষ্ক, বিধবা, প্রতিবন্ধীদের ভাতা’র ব্যবস্থা আওয়ামী লীগ সরকারই করেছে। শহর রক্ষা বেড়িবাঁধ স্থায়ীভাবে সংরক্ষণ, বিদ্যুতের গ্রীড সাব-স্টেশন নির্মাণ, গোয়ালন্দ মোড় থেকে পাংশার শিয়ালডাঙ্গী পর্যন্ত মহাসড়ক সম্প্রসারণ ও উন্নয়নসহ বিভিন্ন কাজ চলমান রয়েছে। আমরা আবার ক্ষমতায় আসতে পারলে দৌলতদিয়া-পাটুরিয়ায় ২য় পদ্মা সেতুসহ আরও অনেক উন্নয়ন হবে। অপরদিকে বিএনপি-জামাত ক্ষমতায় এলে দেশটাকে ধ্বংস করে ফেলবে। জঙ্গীবাদের উত্থান ঘটবে। লুটপাটের রাজত্ব কায়েম হবে। কেউই তাদের হাত থেকে রক্ষা পাবে না। তাই বিগত ১০ বছরের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে নৌকা প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতার স্বপক্ষ শক্তি আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে।
জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু বলেন, ২০০৮ সাল থেকে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে মহাজোটগতভাবে এক সঙ্গে পথ চলছে। রাজবাড়ী-১ আসনে আমাদের প্রার্থী নেই বিধায় আমরা আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব কাজী কেরামত আলীকে সমর্থন দিয়েছি। জাতীয় পার্টির নেতাকর্মী-সমর্থক যারা আছেন তারা তাকে ভোট দিবেন। তিনি আবার নির্বাচিত হলে বিগত ১০ বছরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে আরও অনেক উন্নয়ন করতে পারবেন।
মহাজোটভুক্ত জাতীয় পার্টি ও ওয়াকার্স পার্টিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীগণ এবং স্থানীয় বিপুল সংখ্যক মানুষ সভায় উপস্থিত ছিলেন।
মুরগীর ফার্ম বাসস্ট্যান্ডের নির্বাচনী সভায় শেষে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব কাজী কেরামত আলী দক্ষিণ ভবাণীপুরে সুইট হোমের ছাদে নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
সেখানেও তিনি সরকারের বিগত ১০ বছরের উন্নয়নমূলক কর্মকান্ডগুলো তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরীর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি খান মোঃ জহুরুল হকের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ শেখ আঃ সোবহান, শেখ আঃ সাত্তার, হেদায়েত আলী সোহরাব, সহ-সভাপতি ও রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ পারিজাত কুমার পাল, আইন বিষয়ক সম্পাদক এডঃ উমা সেন, , জেলা জাতীয় পার্টির সভাপতি এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, জেলা জাসদের সাধারণ সম্পাদক মুনিরুল হক মুনির, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এডঃ রেজাউল করিম রেজা, পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ উজির আলী শেখ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা আলম, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিজান, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গণেশ মিত্র প্রমুখ বক্তব্য রাখেন।