॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির শাহমীরপুর উত্তরপাড়া গ্রামে গতকাল শনিবার রাত ৮টায় আওয়ামী লীগের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
হাবাসপুর ইউপির ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট ফরিদ উদ্দিন আহম্মেদ, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আব্দুল আলীম মন্ডল, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, হাবাসপুর ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রহমত আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, হাবাসপুর ইউপির ৯নং ওয়ার্ডের মেম্বার মুকুল বিশ্বাস ও হাবাসপুর ইউপি ছাত্রলীগের সভাপতি শেখ সবুজ প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এলাকার উন্নয়নের রূপকার। শতভাগ বিদ্যুতায়ন, ব্রিজ-কার্লভাট, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ এলাকার সার্বিক উন্নয়নে তার ব্যাপক অবদান রয়েছে। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বিপুল ভোটে নৌকা প্রতীক জয়যুক্ত করে এ আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দিতে হবে।
স্থানীয় বক্তাগণ নদী ভাঙন রোধে ব্যবস্থাগ্রহণ ও এলাকার মসজিদ ও রাস্তার উন্নয়নের দাবী জানান। বিপুল ভোটে নৌকা প্রতীক জয়যুক্ত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। অনুষ্ঠান উপস্থাপনা করেন হাবাসপুর ইউপির ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়েদুর রহমান বিশ্বাস।
অনুষ্ঠানে রেওয়ানা ব্রিক্সের স্বত্ত্বাধিকারী সমাজসেবী আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ও লিয়াকত হোসেন, ইউপি মেম্বার সহিদুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পাংশার শাহমীরপুরে আ’লীগের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
