॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের সমর্থনে গতকাল ২২শে ডিসেম্বর সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের খালকুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় আওয়ামী লীগ নেতা সামছুল শেখের সভাপতিত্বে ও শফিক সরদারের পরিচালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার।
অন্যান্যদের মধ্যে জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল বিন খালেক, আওয়ামী লীগ নেতা ডাঃ হামিদ, জামালপুর বাজারের ব্যবসায়ী সুকুমার ভৌমিক প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বিগত ১০ বছরে আওয়ামী লীগ সরকার ও জিল্লুল হাকিমের উন্নয়ন কর্মকান্ডগুলো তুলে ধরেন এবং এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
জামালপুরে জিল্লুল হাকিমের নৌকার পক্ষে উঠান বৈঠক
