Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীর পাতুরিয়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় অপর ড্রাম ট্রাকের চালক নিহত

॥শিহাবুর রহমান॥ কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের পাতুরিয়ার চরে গতকাল ২১শে ডিসেম্বর বিকেলে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় অপর ড্রাম ট্রাকের চালক নিহত হয়েছে।
নিহত চালকের নাম আব্বাস শেখ(২৬)। সে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর নতুন বাজার এলাকার মৃত আতর আলী শেখের ছেলে।
নিহতের ফুফাতো ভাই বজলুর রশীদ মাহাতাব জানান, আব্বাস শেখ কার-মাইক্রোবাসের ড্রাইভার ছিলেন। তবে কয়েকদিন ধরে সে তার বড় ভাইয়ের ড্রাম ট্রাক নিয়ে পাতুরিয়ার চর থেকে বালু বহন করে রাজবাড়ী-কুষ্টিয়া ফোর লোন সড়কে ফেলতো। গতকাল ২১শে ডিসেম্বর বিকেলে পাতুরিয়ার চরে তার ড্রাম ট্রাকে ভেকু দিয়ে বালু লোড হওয়ার সময় সে দাঁড়িয়ে ছিল। এ সময় অপর একটি ড্রাম ট্রাক ব্যাক দিয়ে এসে তাকে ধাক্কায় দেয়। এতে তার মাথায় প্রচন্ড আঘাত লাগলে ঘটনাস্থলেই সে মারা যায়। এরপরও তার হেলপার তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসে।