Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে ৭ম আরডিএ লীগ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী

॥স্টাফ রিপোর্টার॥ ‘৭ম আরডিএ লীগ বিতর্ক প্রতিযোগিতা’র চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান গতকাল ২১শে ডিসেম্বর রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকালে সমাপনী অনুষ্ঠানে রাজবাড়ী ডিবেট এসোসিয়েশন (আরডিএ)’র ভারপ্রাপ্ত সভাপতি ফারুক উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর-উল-করিম এবং বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আক্তার হোসেন, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল হামিদ ও বিজ্ঞান চেতনা’র আহ্বায়ক মহিতুজ্জামান বেলাল, প্রতিযোগিতার আহ্বায়ক আরডিএ’র সহ-সভাপতি রিয়াশাদ আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
‘এই সংসদ মনে করে বিএনপির উচিত দাবী মেনে নিয়ে ঐক্যফ্রন্টের সাথে নির্বাচনে যাওয়া’ শীর্ষক ফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় সরকারী দল ‘আরডিএ কোহেলিকা’ চ্যাম্পিয়ন, বিরোধী দল ‘আরডিএ ভোরের আলো’ রানার্স আপ এবং বিজিত দলের আরাফাত হোসেন শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়।
প্রায় ৪মাস পূর্বে শুরু হওয়া ৮টি মিশ্র দলের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রাজবাড়ী সরকারী কলেজের প্রভাষক সুরজিৎ চক্রবর্তী, আহসান হাবীব ও আব্দুল্লাহ হিল হাসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারিক ইবনে হাসান শামস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশফাকুর রহমান, ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী নূর রিয়াদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী সাদমান সাকিব নবেল, রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষার্থী নিলয় সাহা নীল, আহনাফ রাইয়ান, নূরে ইশরাত এশা প্রমুখ।