Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দ উপজেলার ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল ১৯শে ডিসেম্বর রাজবাড়ী-১ আসনের গোয়ালন্দ উপজেলার ভোট গ্রহণকারী ৫৬৭জন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্র্মশালা অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ সরকারী কামরুল ইসলাম কলেজ মিলনায়তনে কর্মশালা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সার্বিক বিষয়ের উপর বক্তব্য তুলে ধরেন রাজবাড়ী জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শওকত আলী। আইন-শৃঙ্খলা বিষয়ের উপর বক্তব্য রাখেন পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ রেজাউল করিম, সহকারী রির্টার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু, সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল মামুন, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, পাংশা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলিম উদ্দিন, রাজবাড়ী সদর উপজেলার কর্মকর্তা মোঃ ফখর উদ্দিন, গোয়ালন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা শিকদার মোঃ মোহায়মেন আক্তার প্রমূখ।
বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশক্রমে উপজেলা নির্বাচন কর্মকর্তার তত্বাবধানে আসন্ন ৩০শে ডিসেম্বর নির্বাচন উপলক্ষে গোয়ালন্দ উপজেলার ৩৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ৪৩জন প্রিজাইডিং কর্মকর্তা, ১৭৪জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ৩৫০জন পোলিং কর্মকর্তা ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন।
উল্লেখ্য, গোয়ালন্দ উপজেলায় ৩৫টি ভোট কেন্দ্রের ১৪৬টি স্থায়ী ও ২০টি অস্থায়ীসহ মোট ১৬৬টি ভোট কক্ষের মাধ্যমে উপজেলায় মোট ৮৬ হাজার ৭৫০ জন ভোটারের ভোটগ্রহণ করা হবে। যার মধ্যে ৪৩ হাজার ৬০৭ জন পুরুষ ও ৪৩ হাজার ১৪৩ জন মহিলা ভোটার।