॥রফিকুল ইসলাম॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, এমপি গত ১৬ই ডিসেম্বর রাজবাড়ী শহরের বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন।
সকাল সাড়ে ১০টার দিকে তিনি প্রথমে শহরের বড়পুল মোড়ে পথসভায় বক্তব্য রাখেন। সেখান থেকে আনসার ক্যাম্প হয়ে হাসপাতাল সড়ক দিয়ে গণসংযোগ করতে করতে পাবলিক হেলথ মোড়ে গিয়ে আরেকটি পথসভায় বক্তব্য রাখেন।
গণসংযোগ ও পথসভায় বক্তব্য প্রদানকালে আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন। আমরা আবার ক্ষমতায় এলে আরও অনেক উন্নয়ন হবে। বিএনপি-জামাত ক্ষমতায় আসলে দেশে জঙ্গীবাদ ও মৌলবাদের সৃষ্টি হবে। কেউ শান্তিতে থাকতে পারবে না। তাই শান্তিতে থাকতে হলে আসন্ন নির্বাচনেও নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।
এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, হেদায়েত আলী সোহরাব, আইন বিষয়ক সম্পাদক এডঃ উমা সেন, জেলা জাসদের(ইনু) সভাপতি আহমেদ নিজাম মন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ উজির আলী শেখ, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী মীর মাহফুজা খাতুন মলিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।
রাজবাড়ীর বিভিন্ন স্থানে আ’লীগ প্রার্থী কাজী কেরামত আলীর নির্বাচনী পথসভা ও গণসংযোগ
