Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ফরিদপুরে রোটারী ক্লাবের আয়োজনে শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ

॥মাহবুব হোসেন পিয়াল॥ রোটারী ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের আয়োজনে গতকাল ১৪ই ডিসেম্বর শহরের ডিক্রিরচর ধলার মোড়ে বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহনের শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই প্রশিক্ষণে হাত ধোয়া, ক্ষতস্থান পরিষ্কার, ব্যান্ডেজ ও রক্তক্ষরণ বন্ধ করা, হাত ও পা ভাঙ্গা, ডুবে যাওয়া, সাপে কাটা, হৃদক্রিয়া বন্ধ হয়ে অজ্ঞান হওয়াসহ দৈনদিন বিভিন্ন ধরণের প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ প্রদান করেন রোটারী ক্লাব অব ফরিদপুর নিউ টাউনের সভাপতি অধ্যাপক ডাঃ শেখ ইউনুস আলী। এ সময় রোটারীয়ান সাধন কুমার দাস, আইয়ুব তালুকদার, গোলাম রব্বানী, আতাউল গনি, নাজমুল আহসান, আঃ রব খোকন, গোলাম দীপু ও নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহনের ২০জন শ্রমিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেকের মধ্যে প্রাথমিক চিকিৎসা বক্স ও চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়।