Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জাতিসংঘে বাংলাদেশের শান্তির সংস্কৃতি প্রস্তাবনা গৃহীত

॥স্টাফ রিপোর্টার॥ জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতিবছরের মতো এবারও সর্বসম্মতভাবে বাংলাদেশের শান্তির সংস্কৃতি প্রস্তাব গ্রহণ করেছে।
গতকাল ১৩ই ডিসেম্বর প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের স্থায়ী মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও উপ-স্থায়ী প্রতিনিধি তারেক এম আরিফুল ইসলাম গত ১১ই ডিসেম্বর এ প্রস্তাব উত্থাপন করেন।
আরিফুল ইসলাম তার বক্তৃতায় বলেন, ‘বাংলাদেশ বিগত বছরগুলোতে জাতিসংঘ সনদে বিবৃত মূল্যবোধ ও নীতি-আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি শান্তি উন্নয়ন ও সুরক্ষায় কাজ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শান্তি ইস্যুতে অঙ্গীকারবদ্ধ এবং তিনি আমাদের জাতীয় প্রেক্ষাপটে শান্তির উন্নয়নে ‘পূর্ণাঙ্গ সমাজ’ দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্ব আরোপ করে থাকেন।
তিনি বলেন, ‘আমরা ২০১৯ সালের ১৩ই সেপ্টেম্বর ‘শান্তির সংস্কৃতি বিষয়ক ঘোষণা ও কর্মসূচি গ্রহণের ২০তম বার্ষিকী উদযাপন করবো।