Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী অফিসার্স ক্লাব ও লেডিস ক্লাবের উদ্যোগে বার্ষিক বনভোজন

॥কবির হোসেন॥ রাজবাড়ী অফিসার্স ক্লাব ও লেডিস ক্লাবের যৌথ উদ্যোগে গতকাল ১১ই ফেব্রুয়ারী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়ার আলহাজ্ব এ করিম পিকনিক স্পটে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।
বনভোজনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, অফিসার্স ক্লাব ও লেডিস ক্লাবের সভাপতি জেলা প্রশাসক জিনাত আরা, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আশরাফ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, এনএসআই’র উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফী, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এইচ এম রকিব হায়দার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার হাসান হাবিব, সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক মীর মাহফুজা খাতুন মলি, ডাঃ আবুল কলেজ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, রাজবাড়ী থানার ওসি মোঃ আবুল বাশার মিয়া, দৈনিক মাতৃকন্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিন এবং অফিসার্স ক্লাবের সদস্য কাজী ওয়াজ্জেহাত আলী ফরিদসহ অফিসার্স ও লেডিস ক্লাবের সদস্যগণ সপরিবারে বনভোজনে অংশগ্রহণ করেন।
বনভোজনে প্রীতি ক্রিকেট ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, বাচ্চাদের দৌড় ও লংজাম্প প্রতিযোগিতা, বালিশ খেলা, র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে জেলা প্রশাসক জিনাত আরা, ট্রাফিক ইন্সপেক্টর মৃদুল রঞ্জন দাস, মীর মাহফুজা খাতুন মলি ও শিশু শিক্ষার্থী খোন্দকার আরেফিন হোসেন কবিতা আবৃত্তি করেন।
এরপর বৈচিত্র সাংস্কৃতিক সংগঠন ও সারগাম সঙ্গীত নিকেতনের শিল্পীদের পাশাপাশি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আশরাফ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা, সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান সঙ্গীত পরিবেশন এবং কাজী ওয়াজ্জেহাত আলী ফরিদ কৌতুক পরিবেশন করেন।
সন্ধ্যার পূর্বে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করাসহ জেলা প্রশাসক জিনাত আরা’র ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে বনভোজন অনুষ্ঠান সমাপ্ত হয়।