রাজবাড়ী পৌরসভার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আয়োজিত ‘মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টে’ গতকাল ১০ই ডিসেম্বর ৫ ও ৭ নং ওয়ার্ডের মধ্যে ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মাহতাব উদ্দিন আহম্মেদ তৌহিদ, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিজান এবং পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুর রশিদসহ অন্যান্যরা খেলা উপভোগ করেন। খেলায় ৭নং ওয়ার্ড জয়লাভ করে। উল্লেখ্য, গতকালের খেলায় টুর্নামেন্টের ট্রফি প্রদর্শন করা হয় -মাতৃকন্ঠ।
মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টে ১ম সেমিফাইনালে ৭নং ওয়ার্ড বিজয়ী
