Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী ডিবি’র অভিযানে ১৭ ব্যারেল ডিজেল উদ্ধার॥দৌলতদিয়ায় ড্রেজারের চোরাই তেল কারবারী শফি গ্রেফতার

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে গত ৫ই ডিসেম্বর রাতে ডিবি’র একটি দল ড্রেজারের বিপুল পরিমান চোরাই তেলসহ (ডিজেল) ১জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত শফি শেখ ওরফে তেল চোর শফি(৫৫) ডিজেল চোরাকারবারী হিসেবে পরিচিত। সে উপজেলার উত্তর দৌলতদিয়া মজিদ শেখের পাড়ার বারেক শেখের ছেলে। তার কাছ থেকে তেল ভর্তি ১৭ ব্যারেল(২হাজার ৩৮৫ লিটার) ডিজেল তেল জব্দ করা হয়েছে।
রাজবাড়ী ডিবি’র ইন্সপেক্টর বিএম কামাল হোসেন জানান, রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথের নাব্যতা দূর করতে চলমান খননযন্ত্র (ড্রেজার) থেকে কিছু অসাধু কর্মচারীদের সহযোগিতায় স্থানীয় কিছু ব্যক্তি তেল চুরি করে ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে দৌলতদিয়া ঘাট টার্মিনাল সংলগ্ন শমসের হোটেলের পাশ থেকে চোরাই তেল ভর্তি ১৭ ব্যারেলসহ তেল চোর শফিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় চোরাই তেলের ব্যবসার পরিচালনার অভিযোগ রয়েছে।
গতকাল বৃহস্পতিবার গোয়ালন্দ ঘাট থানায় তার বিরুদ্ধে ডিবি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।