॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ৫ই ডিসেম্বর সন্ধ্যায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ বিক্রেতা শামিম মিয়া (২৩)কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত শামিম মিয়া একই ইউনিয়নের শহীদনগর খালকুলা গ্রামের আজিজুল মিয়ার ছেলে। উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত শামিম মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে গোপনে ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক কেনাবেচা করে আসছিল।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অভিযানে বালিয়াকান্দিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
