Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কসবামাজাইলে চাঁদার দাবীতে শ্রমিকদের মারপিট॥বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ বন্ধ

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দক্ষিণাঞ্চলের কসবামাজাইল ইউপির পাঁচবাড়ীয়া হাসিনা-ওয়াজেদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ দুর্বৃত্তদের চাঁদাবাজী ও নির্মাণ শ্রমিকদের মারধর করে আহত করায় ঘটনায় বন্ধ হয়ে গেছে।
গত ৩রা ডিসেম্বর রাতে ১০/১২জনের দুর্বৃত্ত দল তাদের দাবীকৃত দেড়লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণ শ্রমিকদের মারধর করে। ভয়ে নির্মাণ শ্রমিকরা কাজ বন্ধ রেখে সাইড ত্যাগ করেছে।
পাঁচবাড়ীয়া হাসিনা-ওয়াজেদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ঠিকাদার ও কসবামাজাইল ইউপির সাবেক চেয়ারম্যান সামসুদ্দিন মন্ডল(শাম মন্ডল) জানান, কিছুদিন আগে বিকাশ বাহিনীর পরিচয় দিয়ে দুর্বৃত্তরা দেড়লাখ টাকা চাঁদা চেয়ে ১টি মোবাইল নম্বর দিয়ে যায়। দাবীকৃত চাঁদা না পেয়ে গত ৩রা ডিসেম্বর রাত ১০টার দিকে ১০/১২ জনের দুর্বৃত্তদল সাইডে থাকা ১৮জন নির্মাণ শ্রমিককে ভয়ভীতি প্রদর্শনসহ বেধরক মারধর করে আহত করে। দুর্বৃত্তদের হামলায় মিলন(৩৫) নামের দড়িবাংলাট গ্রামের একজন শ্রমিক গুরুতর আহত হয়েছে।
ঠিকাদার সামসুদ্দিন মন্ডল আরো জানান, ২মাস হলো ৪৬ লাখ টাকার বরাদ্দের পাঁচবাড়ীয়া হাসিনা-ওয়াজেদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়। ১৮জন নির্মাণ শ্রমিক সেখানে কাজ করছিল। চাঁদাবাজী, ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে আহত করার কারণে নির্মাণ শ্রমিকরা সাইড ত্যাগ করে নিজ নিজ বাড়ীতে চলে গেছে। ফলে ভবনের নির্মাণ কাজ গত দু’দিন যাবৎ বন্ধ রয়েছে।
জানা যায়, গত ৩রা ডিসেম্বর রাতে দুর্বৃত্তদের হামলার ঘটনার খবর পেয়ে রাতেই কসবামাজাইল ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে যায়। তবে থানায় কোন মামলা হয়নি।