॥মধুখালী প্রতিনিধি॥ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের আয়োজনে গতকাল ৫ই ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি বের হয়ে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় ইএএলজি প্রকল্পের ফরিদপুর জেলা কর্মকর্তা মনির হোসেন মজুমদার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা পৃথ্বিজ কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া খাতুন, সমাজসেবা অফিসার কল্লোল সাহা, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মোল্লা, সাংবাদিক শাহ্ মোঃ ফারুক হোসেন, মাওলানা কাজী রফিকুল ইসলাম, নারী নেত্রী মোরশেদা আক্তার মিনা ও আলোকা বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। ব
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মধুখালীতে র্যালী ও আলোচনা সভা
