প্রতিবন্ধী দিবস উপলক্ষে ন্যাশনাল সোসাইটি অব দি ব্লাইন্ড এন্ড পারশ্যালী সাইটেড (এনএসবিপি)’র উদ্যোগে গত ৩রা ডিসেম্বর সকালে খুলনার ফুলবাড়ীগেটস্থ ফাউন্ডেশন অফিস প্রাঙ্গনে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
এনএসবিপি’র সভাপতি মাইন উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ সাজ্জাদুর রহমান লিংকন, অন্যান্যের মধ্যে নিবিড় আবাসিক সোসাইটির সভাপতি খান মোঃ রওশন আলী, আবু ফয়সাল চৌধুরী, দৃষ্টিহীন শহিদুল ইসলাম দোলন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে প্রতিবন্ধীদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ পেলে প্রতিবন্ধীরাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। বর্তমান সরকার টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে ব্যক্তি বিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়নসহ প্রতিবন্ধীদের জন্য বৃহৎ পরিসরে কাজ করে যাচ্ছে। সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, শিক্ষা উপবৃত্তি প্রদান এবং সেবা ও সাহায্য কেন্দ্র প্রতিষ্ঠা প্রতিবন্ধীদের মানসিক উন্নয়ন ও সমৃদ্ধ জীবন গঠনের পথকে সুগম করেছে।
আলোচনার শেষে অতিথিগণ দৃষ্টি ও অন্যান্য প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার, ক্রাচ, সাদা ছড়িসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করেন -প্রেস বিজ্ঞপ্তি।