Site icon দৈনিক মাতৃকণ্ঠ

আসন্ন নির্বাচনে কেউ সহিসংতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে —পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা

॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা সকলকে হুঁশিয়ার করে বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ সহিংসতা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
গতকাল ২রা ডিসেম্বর বিকালে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বেজকোলা গ্রামের শিকদারবাড়ী প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার বলেন, আগামী ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের আগে থেকে পরবর্তী সময় পর্যন্ত পুলিশ সংখ্যালঘুসহ সকল শ্রেণী-পেশার মানুষের নিরাপত্তা প্রদান করবে। তাই নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্বেগের কোন কারণ নেই। জেলা পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে।
পুলিশ সুপার সামাজিক সচেতনা সৃষ্টি এবং মাদক-ইভটিজিং, বাল্যবিবাহ বন্ধে সমাজের সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে আরও বলেন, সবচেয়ে বড় সমস্যা সৃষ্টির মূল কারণ হলো সামাজিক অপরাধ। এই অপরাধ থেকে সবাইকে মুক্ত হতে হবে। আপনাদের কোন সমস্যা পুলিশকে জানালে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল করিম, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার মজুমদার, খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল ইসলাম এবং বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।