Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশার চরপাড়া-হাবাসপুর ঘাটে পাটকাঠির স্তুপে অগ্নিকান্ড॥রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির পদ্মা নদীর চরপাড়া-হাবাসপুর ঘাটে গত ২৮শে নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে পাটকাঠির স্তুপে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৩জন পাটকঠি ব্যবসায়ীর প্রায় ১১লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা যায়, ইঞ্জিন চালিত নৌকাযোগে ব্যবসায়ীরা ঢাকাসহ বিভিন্ন স্থানে পাটকাঠি নিয়ে যায়। হাবাসপুর ইউপির চরপাড়া মোড় এলাকার পাটকাঠি ব্যবসায়ী মুন্নাফ মন্ডল, নায়েব আলী ও সামু প্রামানিক বিভিন্ন এলাকা থেকে প্রায় ১১ লাখ টাকার পাটকাঠি কিনে পদ্মা নদীর চরপাড়া-হাবাসপুর ঘাটে রাখেন। গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কে বা কাহারা পাটকাঠির স্তুপে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সূত্র মতে, মুন্নাফ মন্ডলের ৬ লাখ টাকা, নায়েব আলী মন্ডলের ৩ লাখ টাকা ও সামু প্রামানিকের ৩ লাখ টাকা মোট ১১ লাখ টাকার পাটকাঠি অগ্নিকান্ডে ভস্মিভূত হয়। তবে অগ্নিকান্ডের সূত্রপাতের তথ্য জানা যায়নি। ফলে অগ্নিকান্ডের নেপথ্য নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে।