॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বিল্লাল মোল্লা ওরফে বেলা মেম্বার(৬০) গাঁজাসহ গ্রেফতার হয়েছে।
গত ২৮শে নভেম্বর রাতে বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল নবাবপুর ইউনিয়নের শহীদ জিয়া ক্লাবের সামনে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করেছে। সে নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গ্রামের মৃতঃ রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে এবং ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই নূর মোহম্মদ এবং এএসআই রিপন খন্দকারসহ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ২৯শে নভেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়।
বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে গাঁজাসহ নবাবপুর ইউপির সাবেক মেম্বার গ্রেফতার
