॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ২৯শে নভেম্বর দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলায় বিলুপ্ত ও পরিবেশ বান্ধব বৃক্ষ সংরক্ষণের জন্য তাল খেজুর সুপারি ও নিম চাষ সম্প্রসারণ কর্মসূচীর আওতায় উপজেলার ৭টি ইউনিয়নের কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে অন্যান্যের সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা, উপজেলা কৃষি অফিসার মোঃ মাছিদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সোহরাব হোসেন, ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার আঃ হান্নান প্রমুখ বক্তব্য রাখেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রত্যেকের মধ্যে ২০টি করে তাল, খেজুর, সুপারি ও নিম গাছের চারা বিতরণ করা হয়।