Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মধুখালীতে ফসলী জমিতে নির্মিত অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবী এলাকাবাসীর

॥শাহ মোঃ ফারুক॥ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের গোমারা গ্রামে ফসলী জমিতে নির্মিত অননুমোদিত ইটভাটা উচ্ছেদের দাবী করেছে স্থানীয় এলাকাবাসী। এ ব্যাপারে তারা পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছে।
জানাগেছে, আশেপাশের ৮টি গ্রামের ২৫জনের স্বাক্ষরিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত বছর এমএমকেবি ব্রিকস নামের ইটভাটাটি নির্মাণ করা হয়। তারপর থেকে পার্শ্ববর্তী মধুমতি নদীর চর থেকে মাটি এনে ইট প্রস্তুত করা হচ্ছে। এতে নদী ভাঙ্গনসহ মাটি আনা-নেওয়ার কারণে গোমারা, গাজীখালী, মছলন্দপুর, গোপালদী, কামারখালী, বাগাট, মিটাইন, পাইকপাড়া প্রভৃতি গ্রামের বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাড়ী-ঘরে ধুলা-বালু যাচ্ছে, দুর্ঘটনা ঘটছে। এমতাবস্থায় ভাটাটি উচ্ছেদের দাবী জানানো হয়।
এ ব্যাপারে ওই ইটভাটার মালিকদের একজন মোঃ মিটুল বলেন, জমির মালিকদের সাথে চুক্তি অনুযায়ী মধুমতি নদীর চর থেকে মাটি উত্তোলন করা হচ্ছে। ইটভাটার জন্য অনুমতি চেয়ে প্রয়োজনীয় কাগজপত্র পরিবেশ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর কার্যালয়ের পরিদর্শক আবু সাঈদ বলেন, ভাটার মালিকরা অনুমতি চেয়ে আবেদন করেছিল। কিন্তু নিয়মবহির্ভূত হওয়ায় ভাটার অবস্থানগত ও পরিবেশগত কোন ছাড়পত্রই দেওয়া হয়নি। তারপরও তারা ভাটা চালু করেছে। সে জন্য তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।